শান্তি শৃঙ্খলা ও সুন্দর সমাজ বিনির্মানে স্কাউট লিডাররা সর্বত্র কাজ করছেন : বিভাগীয় কমিশনার

Bivagio Comisionar Photo 20-05-14সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা ও সুন্দর সমাজ বির্নিমানে স্কাউট লিডাররা সর্বত্র কাজ করছেন এবং বিশেষ অবদান রাখছেন। দেশ ও জাতির উন্নয়নের লক্ষে যেকোন কর্মকান্ডে তারা সক্রিয়ভাবে নিজেদের সমর্পন করে থাকেন। তিনি গত সোমবার রাতে নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের পরিচালনায় ও সিলেট জেলা রোভার স্কাউট এর ব্যবস্থাপনায় ৯৯ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স ও মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা রোভার সম্পাদক অধ্যাপক মোঃ মবাশ্বীর আলী। এ.এল.টি বুরহান উদ্দিন আহমদ এর উপস্থাপনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এল,টি সহ সভাপতি প্রফেসর আবুল কালাম, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সিলেট অঞ্চল সম্পাদক মহিউল ইসলাম, সিলেট জেলা রোভার কমিশনার মোঃ জহির উদ্দিন আমিন, সিলেট জেলা রোভারের কোষাধ্যক্ষ ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, কোর্স লিডার ডা. সিরাজুল ইসলাম, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ক্যম্পাস ইনচার্জ প্রভাষক লুৎফুন্নেছা লিলি, মৌলিবাজার জেলা রোভার সম্পাদক রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি