ওসমানী হাসপাতালে সেবকের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক সেবকের (ব্রাদার) উপর হামলা চালিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে গুরুতর আহত হয়েছেন পলয় নামের ওই সেবক। সোমবার রাত (রবিবার দিবাগত রাত) সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়- হাসপাতালের ৫নং ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক তোফায়েল আহমদ ও জনির সাথে সেবক পলয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই শিক্ষানবীশ চিকিৎসক পলয়ের উপর হামলা চালান। তারা পলয়কে মারধর করে আহত করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের আরো কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জড়ো হয়ে পলয়ের উপর আরেক দফা হামলা চালান। তারা মারধর করে হাসপাতালের মেঝে ফেলে রাখেন তাকে। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পলয়কে উদ্ধার করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক তন্ময় ভট্টাচার্য জানান- খবর পেয়ে তিনি ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার সারওয়ার ৫নং ওয়ার্ডে ছুটে যান। পলয়কে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলে জানান তিনি।