ইতালির পালেরমোর মেয়র শিশু কিশোরদের নাগরিকত্ব সনদ বিতরণ করেছে

italyতাফাজ্জুল তপু,পালেরমো প্রতিনিধি: ইতালির পালেরমর মেয়র লেওলুকা অরলান্দো পালেরমতে জন্মগ্রহণ কারি ৮০ জন শিশু কিশোরদের মধ্যে সম্মানসূচক নাগরিকত্ব সনদ প্রদান করেছে ।গত ১৪ ই মে পালেরমর পৌরসভা ভবনে ইউনিসেফ ও পালেরম পৌরসভার যৌথ উদ্যোগে এই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ টি দেশের ৮০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় এই নাগরিকত্ব, তারা সবাই স্কুওলা পেরেয ও মাদ্রে তেরেসা দি কালকুত্তা্র শিক্ষার্থী। অনুষ্ঠান হলে প্রতিটি শিশু তাদের নিজ নিজ দেশের জাতীয় পোশাক পরে উপস্তিত হয়ে অনুষ্ঠানকে রাঙিয়ে তুলে। উক্ত অনুষ্ঠানে মেয়র এর সাথে উপস্তিত ছিলেন পৌরসভা কাউন্সিলের সভাপতি সাল্ভাতরে অরলান্দো, কাউন্সিলর বারবারা এভলা, আইন্নেসে চুল্লা ও জুস্ত কাতানিয়া, পালেরম উপদেষ্টা পরিষদের সভাপতি আদাম ও ইউনিসেফ পালেরমর সভাপতি জভান্না চেরনিল্লিয়ারু।ইউনিসেফ এর সভাপতি বলেন আজ একটি গুরুত্বপূর্ণ দিন, এই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান ইতালিতে জন্মনেয়া শিশুদের কার্যকর জাতীয়তা পাওয়ার প্রথম পদক্ষেপ। তিনি বলেন প্রবাসীদের সন্তান যেকোনো দেশে জন্মগ্রহনের সাথে সাথে সে দেশের নাগরিকত্ব পাওয়ার লক্ষে ইউনিসেফ কাজ করে যাচ্ছে,ইতালিতে ও এই আইন দ্রুত পাস করার লক্ষে ইতিমধ্যে তারা পার্লামেন্ট সদস্যদের সাক্ষর গ্রহণ কর্মসূচী হাতে নিয়েছেন, ইন্টিগ্রেশন নতুন মন্ত্রী এ আইন পাস করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে তিনি আশা রাখেন।

মেয়র অরলান্দো সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে ও নতুন এই ইতালিয়ান নাগরিকদের সাথে পরিচিত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং প্রতিটি শিশুর পিতা মাতাকে পালেরম শহরকে ভালবেসে দীর্ঘ দিন যাবত বসবাস করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।মেয়র অরলান্দো বলেন পেরমেচ্ছ দি সজ্জর্ন প্রবাসীদের নির্যাতনের একটি যন্ত্র ও অযৌক্তিক যা প্রবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে ও স্বাধীন ভাবে বেঁছে থাকার সিদ্ধান্ত নিতে বাধা দেয়। ইতালিয়ান সরকার কে প্রবাসীদের প্রতি আর আন্তরিক ও তাদের সুযোগ সুবিধারত্বে আর সহজ আইন প্রয়োগ এর আহ্বান জানান।