বালাগঞ্জ ভূমি অফিস সহকারী অরুণ জ্যোতির বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী অরুণ জ্যোতি পূরকায়স্থ’র বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গত সোমবার ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগরাই গ্রামের ফয়ছল আহমদ সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ প্রায় দেড় মাস পূর্বে পৃথক দুটি দলিলের ভূমি নামজারী করাতে ফয়ছল আহমদ ভূমি অফিসে গেলে অফিস সহকারী অরুন জ্যোতি কাগজপত্রে গরমিল রয়েছে উল্লেখ করে নামজারী হতে হলে ১২ হাজার টাকা লাগবে বলে জানান। ফয়ছল তার কথা মত টাকাও প্রদান করেন। কিন্তু টাকা প্রদানের পর বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপন করতে থাকেন অরুণ জ্যোতি। ১০-১২ দিন পূর্বে ফয়ছল অফিসে গিয়ে নামজারীর কাগজ চাইলে অরুন জ্যোতি একটি দলিলের কেইস নাম্বার পড়েছে উল্লেখ করে অপর দলিলের কাজ করার জন্য আরো ২০হাজার টাকা দাবি করেন। ফয়ছল টাকা দিতে অপারগতা প্রকাশ করে প্রদত্ত টাকা ফেরৎ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে তাকে অফিস থেকে বের করে দেন এবং এ বিষয়ে অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে পরিণাম খারাপ হবে বলে হুমকি প্রদান করেন। স্থানীয় বাসীন্দা হওয়ার সুবাদে অরুণ জ্যোতি পূরকায়স্থ বালাগঞ্জে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে ঘুষ বানিজ্য চালিয়ে আসছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন এই ভুক্তভোগী।
এব্যাপারে অরুণ জ্যোতি পূরকায়স্থ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঐ এলাকার কোন কাজই করি না।