বালাগঞ্জের পল্লীতে ডাকাতি : পাসপোর্ট, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের পল্লীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের স্থানীয় নশিরপুর গ্রামে ডাকাতির এ ঘটনায় সৌদি আরব প্রবাসীর পাসপোর্ট, স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ডাকাতদের মারধরে গৃহকর্তা আব্দুল হান্নানসহ ৩ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নশিরপুর গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। হাফপেন্ট পরিহিত ২০/২২ জনের ডাকাতদল দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে। এসময় ডাকাতদের মারধরে গৃহকর্তা আব্দুল হান্নান, তার অন্য দু’ভাই গয়াস মিয়া এবং আকছার আলী আহত হন। ডাকাতদল প্রায় ২মাস আগে ছুঠিতে আসা সৌদি আরব প্রবাসী আকছার আলীর পাসপোর্ট, ৬/৭ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে বালাগঞ্জ থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও এসআই রণেশ ভট্রাচার্যের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গৃহকর্তা আব্দুল হান্নান জানিয়েছেন। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম ডাকাতির অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।