স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে

মতবিনিময় সভায় ড. বদিউল আলম মজুমদার

jsd-thpb-14-05-14জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ও সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।তিনি কাঙ্খিত উন্নয়ন সম্ভব সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমেই একটি আদর্শ ইউনিয়ন গঠন করে সহস্রাব্দ লক্ষ্য অর্জন বা এমজিডিতে পৌঁছা সম্ভব হবে, তবে এজন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সরকার ও গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে। এছাড়া শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে সকল স্তরেই জনগণের অংশ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলা গণমিলনায়তন হলে দি হাঙ্গার প্রজেক্ট দিরাই উপজেলা আয়োজিত ‘‘স্থানীয় সরকারকে শক্তিশালী করণের মাধ্যমে ইউনিয়ন গঠন শীর্ষক’’ মতবিনিমিয় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দি হাঙ্গার প্রজেক্ট দিরাই উপজেলা উন্নয়ন সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলামের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হক তালুকদার, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এহসান মিয়া চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিক আহমদ মধু, ব্র্যাকের সিইপি রফিকুল ইসলাম, জসিম উদ্দিন ও তুহিন আলম প্রমুখ। বক্তারা আরো বলেন, একটি আদর্শ ইউনিয়ন গঠন করতে হলে ক্ষমতার মালিক জনগণকে সচেতন করার পাশাপাশি জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদেরসহ গণমাধ্যম কর্মীদেরকে আরো বলিষ্ট করে তুলতে হবে। সকলের সমান অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কোন বিকল্প পন্থা নেই বলেও মনে করেন বক্তারা। তারা সুষম বণ্ঠন, সুশাসন প্রতিষ্ঠা জবাবদিহিতা ও আন্তরিকতা সর্বোপরি মানসিক ধ্যান-ধারণার পরিবর্তনের মাধ্যমেই জনগণের কাঙ্খিত সেবা দেয়া সম্ভব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, রফিনগর ইউনিয়ন সমন্বয়কারী আমির হোসেন, ভাটিপাড়া ইউনিয়ন সমন্বয়কারী রবীন্দ্র কুমার দাস, রাজানগর ইউনিয়ন সমন্বয়কারী শাহনাজ আক্তার সুমি, দিরাই সরমঙ্গল ইউনিয়ন সমন্বয়কারী কৌশিক দাস, তাড়ল ইউনিয়ন সমন্বয়কারী সুদেব চক্রবর্তী, কুলঞ্জ ইউনিয়ন সমন্বয়কারী নির্মল আচার্য, সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
এদিকে দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদে দুপুরে ‘দি হাঙ্গার প্রজেক্ট-দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদ ও ব্র্যাক’-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার ও পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ এহসান চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় পরিষদের সচিব, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ও পুরুষ সদস্যগণ ছাড়াও দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সূত্র জানায়, কান্ট্রি ডিরেক্টরের উপস্থিতিতে এটিই প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হল।