জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

fightজগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত ১২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের পাইলগাওঁ কদরপাড়া গ্রামের শুকুর উল্লা ও একই গ্রামের বারিক মিয়ার মধ্যে গ্রামের নিকটবর্তী হাওরে আমন ক্ষেত্রের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন সকাল ১০টায় শুকুর আলীর পক্ষের লোকজন বিরোধপূর্ন জায়গা দখলের চেষ্টা করলে এতে প্রতিপক্ষের লোকজন বাধাঁ প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত শেরফুল বেগম (৩৫), আমিনা বেগম(৩৩), ইয়াসমিন বেগম(৩০), জনি বেগম (১৮) , শারমিন বেগম (১৬) আবদুল আজিজ(৫০) , আয়হান উল্লা (৫৫), রায়হান মিয়া(৪৫), আলখাছ মিয়া(৪৫) , আজিজুল হক(৫০), মাসুক মিয়া(৪০) , আবদুস সালাম(২৮) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত লেছু মিয়া (৩০), ইউছুফ আলী (৫৫), অনুজ মিয়া (৩৫), সায়দুল হক (২০)স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদ্দুজামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।