বিশ্বনাথ বার্তা’র প্রকাশনা অনুষ্ঠিত

বার্তা তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে : ইউএনও সোনামনি চাকমা

Photoবিশ্বনাথ প্রতিনিধি: ‘বিবেকের প্রহরায় দিনরাত’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বনাথ থেকে প্রকাশিত পাক্ষিক ‘বিশ্বনাথ বার্তা’র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্বনাথ নতুনবাজারের পত্রিকার নিজস্ব কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, বিশ্বনাথ বার্তা হয়ে উঠুক বিশ্বনাথের আয়না। বার্তা পড়লেই যে কেউ যেন বুঝতে পারে বিশ্বনাথের গণমানুষের জীবনযাত্রা কি রকম। ইতিবাচক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ, স্বচ্ছতা-জবাবদিহিতা বজায় রেখে পত্রিকা পরিচালিত হলে বার্তা তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে।

প্রধান আলোচকের বক্তব্যে কবি মূসা আল-হাফিজ বলেন, সব কিছুর উর্ধে উঠে বিবেকের উচু টাওয়ারে দাড়িয়ে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাংবাদিকদের তুলে ধরতে হবে সমাজের প্রকৃত প্রতিচ্ছবি। এই নৈতিক দায়ভার কাঁধে বিশ্বনাথ বার্তা জনগণের স্বর্থের পক্ষে, দেশের উন্নয়ন, অগ্রগতি, সত্য ও ন্যায়নীতির, মননশীলতার, সমাজ বিকাশের, অর্থনৈতিক সুষম বন্ঠন।
বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ বার্তা’র সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ বার্তার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম বেগ, বিভাগীয় সম্পাদক লোকমান হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক প্রতিনিধি বেলাল আহমেদ ইমরান, সাংবাদিক রুহেলউদ্দিন, এনামুল হক মামুন, শুকরান আহমেদ রানা, ফটো সাংবাদিক আক্তার আহমদ শাহেদ, ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু, নতুনবাজার পত্রিকা এজেন্ট আনোয়ার আলী রাজু প্রমুখ।