এমসি কলেজে ছাত্রলীগের সশস্ত্র মহড়া, আটক ৫

mc collegeসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার অনার্স পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা লঙ্ঘন করে সাবেক এমপি শফিকুর রহমান সমর্থিত বাবলা গ্রুপ ও আজাদ-রঞ্জিত গ্রুপ সমর্থিত পংকজ গ্রুপ ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিয়েছে। এসময় পুলিশ ক্যাম্পাস এলাকা থেকে অস্ত্রসহ আটক করেছে বাবলা গ্রুপের পাঁচ ছাত্রলীগ কর্মীকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বাবলা ও পংকজ গ্রুপের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে অবস্থান নেয়। সংঘর্ষের আশঙ্কায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের আশপাশের দোকানপাট।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার সহকারী কমিশনার (এসি) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এমসি কলেজে অনার্স পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের বাবলা ও পংকজ গ্রুপ ১৪৪ ধারা লঙ্ঘন করে ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নেয়। এসময় বাবলা গ্রুপের মুহিবুর রহমান, সুমন দেব, রিফাত আহমদ, জুনেদ আহমদ ও সেলিম আহমদকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে।