কালনী এক্সপ্রেসে আগুন
সুরমা টাইমস ডেস্কঃ চলন্ত অবস্থায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাে র পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, আগুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ট্রেনের ওই তিনটি বগি পুড়ে গেছে। ট্রেনটি সিলেট থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মতিন চৌধুরী জানিয়েছেন, তির পরিমাণ তাৎণিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে জানানো হবে।
রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে ট্রেনটির খাওয়ার বগিতে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের দুটি বগিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।