নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস সংযোগের দাবিতে ঢাকায় মানববন্ধন

dhaka-Motiur-2 nabiganj newsউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে: এশিয়ার বৃহত্তম গ্যাসকূপ নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস নবীগঞ্জসহ হবিগঞ্জের ঘরে ঘরে সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ যুব অ্যাসোসিয়েশন। মানববন্ধনে নবীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন মাইক্রোযোগে অনেকেই অংশগ্রহন করেন । ঢাকায় বসবাসরত হবিগঞ্জ জেলার ছাত্রছাত্রী, ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ সব শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে হবিগঞ্জ পৌর এলাকায় বিবিয়ানার গ্যাস সরবরাহের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে তা বাস্তবায়নও করা হয়। বর্তমানে কারিগরিভাবে নবীগঞ্জ পৌর এলাকাসহ এর পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব। এ এলাকায় সংযোগ দিলে মাত্র ১০ ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। এ জন্য নবীগঞ্জের উন্নয়নে এ এলাকায় গ্যাস সরবরাহের জন্য নবীগঞ্জসহ হবিগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই ও আমাদের গ্যাস,আমাদের অধিকার এ দাবী তুলে ধরেন। মানব বন্ধনে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত এমপি আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র আওয়ামীলীগের মনোনীত নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহনেওয়া গাজী মিলাদ