ঢাকা-সিলেট মহা সড়কের শেরপুরে একদল দূর্বৃত্তদের হামলা

পাহারাদারকে অস্ত্রের মূখে জিম্মি ও মারপিট করে ব্যবসা প্রতিষ্টানের মালামাল লুটপাট থানায় অভিযোগ

pic nabiganj +উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সীমান্তবর্তী মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুরস্থ নবীগঞ্জ রোডে আব্দুল জব্বার মার্কেটে নবীগঞ্জের এক ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে একদল দূর্বৃত্তরা। সকাল বেলায় উক্ত মার্কেটে হানা দিয়ে প্যাসিফিক প্লাস ইংলিশ ইন্সটিটিউট নামীয় প্রতিষ্টানের হাজী আব্দুল জব্বার মার্কেটের পাহারাদারকে অস্ত্রের মূখে জিম্মি ও মারপিট করে ৪ টি কম্পিউটার, ৩টি সিলিং ফ্যান, ৪০টি চেয়ার, ৩টা টেবিল, কক্ষে লাগানো ১টি দামী থাই গ্লাস, অটবি ফার্নিসারের তৈরী ৯টি অফিসিয়াল চেয়ার, অন্যান্য মালামাল ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় ২০/২৫জনের একদল অস্ত্রধারী দূর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্টানের মালিক নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ আব্দুল মতিনের পুত্র মোঃ জুয়েল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সকালে শেরপুর পুলিশ ক্যাম্পের এস আই ছাব্বির হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগে উল্লেখ নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীবাজার মডেল থানার নবীগঞ্জ সড়কের শেরপুর চৌরাস্তায় আব্দুল জব্বার মার্কেটে প্যাসিফিক প্লাস ইংলিশ ইন্সটিটিউট নামীয় প্রতিষ্টান খুলে ব্যবসা করে আসছেন। গত কিছুদিন পূর্বে শেরপুর এলাকার বাসিন্দা আসাদ মিয়ার পুত্র আজহারুল ইসলাম শাপলু নামের ব্যক্তি জুয়েল মিয়ার ব্যবসা প্রতিষ্টানে জোর পূর্বক পার্টনার হতে চায় এতে জুয়েল মিয়া অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে শাপলু ও তার সহযোগীরা। এক পর্যায়ে গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় একটি ট্রাক যোগে ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত অস্ত্রশস্ত্র সহকারে হানা দিয়ে হাজী আব্দুল জব্বার মার্কেটের পাহাদার আব্দুল বশিরকে অস্ত্রের মূখে জিম্মি ও মারপিট করে উল্লেখিত পরিমান মালামাল লুট কওের্ চলে যায় স। থানায় লিখিত অভিযোগকারী আসামীরা হলো শেরপুর ক্যাশিয়ার বাড়ি আবাসিক এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম শাপলু (৩৫), বানিয়াচং থানার জামালপুর গ্রামের ও বর্তমান শেরপুরের বাসিন্দা জহিরুল ইসলাম (৩৬), শেরপুর আবাসিক এলাকার শাহ জাহান মিয়া (২৫), মৌলভীবাজার মডেল থানার নাদামপুর গ্রামের শাহাবুদ্দিন (৪৫), আব্দুল জলিল (৩২), আব্দুল গফুর (৪৫), আউয়াল মিয়া (৩২), নবীগঞ্জ উপজেলার দিঘর ব্রাক্ষ্মণ গ্রামের বারিক উল্লার পুত্র সুমন (৩৫) সহ অজ্ঞাতনামা ১৫/২০জন।