গরীব জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেবার প্রচেষ্টায় সকল কর্মকর্তা-কর্মচারীদের অবদান অনস্বীকার্য : ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী

Civil Surgeonবাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় সহসভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, গরীব জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেবার চেষ্টা ও স্বাস্থ্য বিভাগের অগ্রসরতার কৃতিত্ব এককভাবে শুধু চিকিৎসকদের নয়, মাঠে ময়দানে ছড়িয়ে থাকা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও অবদান অনস্বীকার্য। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারি কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিষদের উদ্যোগে কেন্দ্রিয় পরিষদের মহাসচিব মোঃ নজরুল ইসলামের সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারি কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিষদের প্রেসিডেন্ট গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ আজহারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক।
সিভিল সার্জন সিলেট কার্যালয়ের প্রধান সহকারী এবাদুর রহমানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-এর প্রধান অফিস সহকারি মুহাদ্দিস চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলার অফিস সহকারি আলী আকবর, ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুর রশিদ দিদার, সিলেট সিভিল সার্জন অফিসের প্রধান অফিস সহকারি এবাদুর রহমান, রণেন্দু কুমার দাশ রিংকু, আবদুল আলী বাবলু, বিজয় রঞ্জন, মোঃ আব্দুশ শুকুর।
সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বক্ষ ব্যধি হাসপাতালের অফিস সহকারি রুমি দাশ। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারি কল্যাণ সমিতির কেন্দ্রিয় পরিষদের মহাসচিব মোঃ নজরুল ইসলাম বলেন,অফিস সহকারীদের ন্যায় সংগত দাবী আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজ্ঞপ্তি