সিলেটে মেলা বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি
সিলেট নগরীর আখালিয়া বিজিবির মাটে সিলেট তাঁত বস্ত্র ও শিল্প মেলা বন্ধের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ‘আমরা এলাকাবাসী, ব্যবসায়ী সমিতি ও মসজিদ কমিটি এবং মাদ্রাসার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসী বলেন, মেলা কমিটি প্রশাসনের তোয়াক্কা না করে গায়ের জোরে সম্পূর্ণ অবৈধ্য ভাবে লটারি, জুয়া, অশ্লীল নৃত্য ও অপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে করে এলাকায় শান্তি শৃংখলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। মেলা নিয়ে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হলে প্রশাসন ও মেলা আয়োজক কমিটি সর্ম্পন্নভাবে দায়ী থাকবে। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আখালিয়া নবাবি মসজিদ মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি তৈইমুর রাজা, সদস্য নুরুল ইসলাম ও আমরা এলাকাবাসীর পক্ষে রিয়াজ, কয়েছ, সায়েম, হেলাল, লাহিন, আনু, কবির, রুমন, এপলু, তারেক, রুম্মান, মুরাদ, সবুজ, রুমেল, মাসুম, উজ্জল, কামরান, মিজান, নাসিম, রুবেল, শফিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি