নগরীতে মাইক্রোবাস স্ট্যান্ডে হামলায় আহত ৩
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সার্ভিস মাইক্রোবাস উপ রোড অন্তর্ভুক্ত কমিটির সহ সম্পাদক আবদুল কাইয়ুম, নাজমুল ইসলাম ও দেলোয়ার হোসেন।
আহত পরিবহণ শ্রমিক নেতা আবদুল কাইয়ুম জানান, ইমন, তুহিন, জাহাঙ্গীর ও মিলনের নেতৃত্বে ১০/১২ জন যুবক তার কাছে একটি মাইক্রোবাস গাড়ি নিতে চায়। এতে তিনি অপারগতা প্রকাশ করলে তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে স্ট্যান্ডের পরিবহণ শ্রমিকদের উপর হামলা চালায়। এতে তিনিসহ ৩জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুবিদবাজারে মাইক্রোবাস স্ট্যান্ডের চালক ও শ্রমিকরা জানান, কতিপয় যুবক প্রায়ই এই স্ট্যান্ড থেকে বিনাভাড়ায় জোরপূর্বক মাইক্রোবাস নিয়ে যায়। একইভাবে সোমবার মাইক্রোবাস নিতে এসে না পেয়ে যুবকরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুটি চলছে বলে জানিয়েছেন আহত পরিবহন শ্রমিক নাজমুল ইসলাম।