জগন্নাথপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ১৫
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনহার মিয়া ও শাহারপাড়া গ্রামের সেবুল মিয়ার মধ্যে শনিবার ছাপাতির হাওরে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে ১জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১৫জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর গ্রামের আনহার মিয়ার ছাপাতির হাওরের বোরোর জমির ধান গতকাল শনিবার শাহারপাড়া গ্রামের সেবুল মিয়া জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে জমির মালিক আনকার মিয়া ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। এক পর্যায়ে শাহারপাড়া গ্রামের সেবুল মিয়ার পক্ষের লোকজন বন্দুক নিয়ে এসে গুলি ছুঁড়তে থাকেন। এসময় ১০/১২ রাউন্ড গুলির শব্দ শুনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুলিতে সৈয়দ সাহান মিয়া(৪০) গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরাপর আহতদের মধ্যে সৈয়দ হাবিল মিয়া(২৮),সৈয়দ আনকাই মিয়া(৫০) ও সৈয়দ জামাল মিয়া (৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে। এখন পর্যন্ত মামলা হয়নি।