বালাগঞ্জের পল্লীতে ডাকাতি : অঞ্জাত ১০/১২ জনকে আসামী করে মামলা
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে পল্লিতে ডাকাতির ঘটনায় অঞ্জাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলার বাদি মো. শাহজাহান মিয়া বালাগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১০।
উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত প্রায় আড়াই টায় উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক শাহজাহান প্রতিদিনের রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত। লুটপাটকালে ডাকাতরা ১৩ ভরি স্বর্ণালংকারসহ দামি কাপড় ছোপড় ও মালামাল লুটপাট করে ।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্স ওয়াকিল উদ্দিনের মামলার সত্যতা স্বীকার করে জানান, জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।