জকিগঞ্জের সাংবাদিক পত্নীর শয্যা পাশে রাজনৈতিক নেতৃবৃন্দ

জকিগঞ্জ প্রতিনিধিঃ সড়ক র্দূঘটায় গুরুতর আহত জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও সিলেটের ডাকের উপজেলা সংবাদদাতা সাংবাদিক বদরুল হক খসরুর পত্নী নূরুননাহারকে দেখতে গতকাল মঙ্গলবার সিলেট ওয়েসিস হাপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহত নূরুননাহারের চিকিৎসার খোজ খবর নেন। সন্ধ্যার পর সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দিন সাংবাদিক বদরুল হক খসরুর কাছে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর সহধর্মীনির চিকিৎসার খোজ খবর নেন। এছাড়াও শয্যা পাশে দাঁড়িয়ে আশু রোগমুক্তি কামনা করেছেন, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর এম এস সেকিল চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, জেলা জাতীয় পার্টির অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এমএজি বাবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাইছ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, যুগ্ম সম্পাদক রফিক আহমদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মালিক মানই, নাজমুল হুদা তাপাদার, শ্রমিক নেতা আব্দুল লতিফ তাপাদার, ব্যবসায়ী সাইফুল আলম চুন্নু, বিএনপি নেতা আব্দুল্লাহ মামুন সামন, উপজেলা ছাত্রদল নেতা জুয়েল আহমদ বাচ্চু। সাংবাদিক বদরুল হক খসরু জানিয়েছেন, তাঁর সহধর্মীনি নূরুননাহারের শারিরিক অবস্থা অপরির্বতিত রয়েছে। এখনো তাঁর জ্ঞান ফিরে আসেনি।