প্রভাষককে অপহরণের দায়ে অস্ত্রসহ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার

Chhatroleageসুরমা টাইমস ডেস্কঃ বগুড়ায় কলেজের প্রভাষককে অপহরন করে মুক্তিপন দাবীর অভিযোগে গোয়েন্দা পুলিশ ছাত্রলীগের তিন কর্মীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত প্রভাষক জামরুল ইসলামকে (৪৫)।
শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের পিছনে শেরেবাংলা নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামরুল ইসলাম (৪৫) শনিবার সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে শহরের জামিলনগর এলাকার বাসা থেকে বের হয়। কিছুক্ষন পর তিনি তার এক বন্ধুকে ফোন করে দ্রুত বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। টাকার জন্য তিনি বারবার ফোন করায় বিষয়টি নিয়ে সন্দেহ হলে বিষয়টি জামরুল ইসলামের পরিবারকে জানানো হয়। বেলা ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। বিকেল ৪টার দিকে গোয়েন্দা পুলিশ শেরেবাংলা নগর এলাকার ‘পরেশ ভবন’ নামের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে প্রভাষক জামরুল ইসলামকে উদ্ধার করে। পরে পুলিশ ওই ছাত্রাবাস থেকে মিনহাজুল ইসলাম (২৫), মমিন হোসেন রুবেল (২৪) এবং আতিয়ার রহমান আতিক (২৫) নামের তিন জনকে গ্রেফতার করে। এসময় কক্ষ তল্লাশী করে পুলিশ তিনটি ধারালো চাপাতি উদ্ধার করে। পরে অপহৃত প্রভাষক এবং তিন জনকে গোয়েন্দা পুলিশ কার্যালযে নিয়ে আসা হয়। সেখানে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ছাত্রলীগ বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার কর্মী হিসেবে দাবী করে। তবে, ছাত্রলীগ বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার সাধারন সম্পাদক আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয়।
একটি বিশ্বস্ত্র সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত তিন ছাত্রলীগ কর্মী সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক বিদ্রোহী কমিটির সাধারন সম্পাদক হান্নান গ্রুপের কর্মী। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইাসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অপহরন করে মুক্তিপন দাবীর ঘটনায় মামলা হবে।