আখালিয়ায় ছিনতাইকারীকে গণধোলাই
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর আখালিয়া করেরপাড়ায় ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যায় ৭টায় করেরপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী সাদ্দাম হোসেন (২২) আখালিয়া হাওলাদারপাড়ার মৃত চুনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আখালিয়া করেরপাড়া পয়েন্টে একটি মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এসে এক নারীর ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন লাঠি দিয়ে আঘাত করে মোটর সাইকেলের পেছনে থাকা ছিনতাইকারী সাদ্দাম হোসেনকে মাটিতে ফেলে দেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। জালালাবাদ থানার এএসআই রফিকুল ইসলাম জানান- গণধোলাইর শিকার সাদ্দামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইর মামলা রয়েছে।