চৌহাট্টায় মোটর সাইকেলকে পিটিয়েছে পুলিশ : পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

policepolicepoliceসুরমা টাইমস রিপোর্টঃ আইন কানুন মানছে না পুলিশের লাঠি। যখন তখন পুলিশের লাঠির ব্যবহারে নাজেহাল হচ্ছেন যাত্রী, পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। সর্বশেষ মঙ্গলবার সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন মো. সাইদুল ইসলাম নামের এক মোটর সাইকেল চালক। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন লোকজন। পরে শাস্তির আশ্বাস দিয়ে জনরোষ থেকে তাকে ছাড়িয়ে নেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শ্যামল দত্ত।
জানা যায়- মঙ্গলবার বিকেলে চৌহাট্টা পয়েন্টে মো. সাইদুল ইসলাম নামের এক মোটর সাইকেল চালককে লাঠি দিয়ে মারধর করে আহত করেন পুলিশ কনস্টেবল আলিম উদ্দিন। আহত সাইদুল শিবগঞ্জ এলাকার ফার্মেসি ব্যবসায়ী। এর প্রতিবাদে উপস্থিত লোকজন কনস্টেবল আলীমকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শ্যামল দত্ত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ওসি তাকে জনরোষ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।