শাবি শিক্ষকের সাজার মেয়াদ বৃদ্ধি : ধর্মঘট প্রত্যাহার
শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিনের সাজার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোনো ক্লাস ও পরীক্ষা নিতে পারবেন না তিনি।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বিকেল ৪টায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ২২ এপ্রিল সিন্ডিকেটের সভায় অধ্যাপক নাছির উদ্দিনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা চলমান আন্দোলন স্থগিত করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শরিফুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানান, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে সন্তুষ্ট। তাই আমাদের আন্দোলন স্থগিত করা হলো।