কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

Komolgonj Thunderstorm 28-04-2014মৌলভীবাজার প্রতিনিধিঃ রোববার মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে।  বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫টির মতো কাঁচা ঘর সম্পূর্ন ও আংশিক প্রায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার রাত ১২ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল সোমবার বিকাল ৬টা পর্যন্ত) কমলগঞ্জ ও কুলাউড়া একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল ব্যবস্থাপক প্রকৌশলী এএসএম হাসনাত হাসান জানান, কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ ভেঙ্গে পড়ে বিদ্যূৎ লাইনের তার ছিড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গাছ পড়ে একাধিক স্থানে বৈদ্যূতিক তার ছিড়ে বিদ্যূৎ সঞ্চালন ব্যবস্থা বেশী ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকা মেরামত করে বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগছে। এদিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার ইসলামপুর, পতনঊষার সহ বিভিন্ন ইউনিয়নে ২৫টির মতো কাঁচা ঘর ও প্রায় দুই শতাধিক ঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে বিভিন্ন সড়কে গাছ ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সকালে গাছ কেটে সরিয়ে ফেলার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঝড়ে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো এসে পৌঁছায়নি। তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা ক্ষতির তালিকা তৈরী করে পাঠানোর পর তা খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।