মে দিবসে ছুটি, ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

DSC03089মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর উদ্যোগে মহান মে দিবসে পূর্ণ দিবস স্ববেতনে ছুটি, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্তবায়ন ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ঘোষণা ও শ্রীমঙ্গলে শ্রম আদালত স্থাপনের দাবিতে ২৬ এপ্রিল শুক্রবার বিকেল ৫ টার সময় সংগঠনের চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং- বিঃ ২৩০৭ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ছায়েদ মুন্সী ও পৌর কমিটির সাধারণ সম্পাদক আশিক খান, হোটেল শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি কুটি মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল প্রমূখ। সমাবেশ বক্তারা বলেন মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। মে দিবসে ছুটি প্রদানের জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে আসছি। দূর্ভাগ্যজনক হলেও সত্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরবতা পালন করে আসছেন। এমন কি শ্রমিক সংহতি দিবস পালনেও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা বাঁধা নিষেধ ও অনুষ্ঠানে যোগদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকেন। শুধু তাই নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২৪ নভেম্বর হোটেল সেক্টরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য নি¤œতম মজুরীর গেজেট প্রকাশ করলেও অদ্যাবধি তা কার্যকর করা হয়নি। শ্রম আইনে পরিচয় পত্র, নিয়োগপত্র, সার্বিসবুক, সাপ্তাহিক ছুটি, অসুস্থতা ছুটি, অর্জিত ছুটি, উৎসব ছুটি ও উৎসব বোনাস প্রদানের বিধান থাকলেও মালিকরা আইনের কোন তোয়াক্কা না তাদের ইচ্ছে মতো শ্রমিকদের উপর শোষণ নির্যাতন চালাচ্ছেন। হোটেল শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন, যার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সমাবেশে বক্তারা মে দিবসে স্ববেতন ছুটি, পরিচয় পত্র, নিয়োগ পত্র, ৮ ঘন্টা কর্ম দিবসসহ শ্রম আইন বাস্তবায়ন, সরকার ঘোষিত নি¤œতম মজুরি কার্যকর, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত চালু ও শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবি জানান। অন্যথায় সারাদেশের হোটেল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করবে। সমাবেশে বক্তারা গত ২৫ এপ্রিল হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়ন ছাতক উপজেলা কমিটি আয়োজিত মিছিল-সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। বিজ্ঞপ্তি