মির্জাজাঙ্গালে অটোরিকশা চালকের সহেযাগীতায় ছিনতাইর শিকার ছাত্রলীগ নেতা

Sintaikariডেস্ক রিপোর্টঃ নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলাল। যাত্রীর ছদ্মবেশে ও অটোরিকশা চালকের সহযোগীতায় ছিনতাইকারীরা তাঁর কাছে থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর উপর হামলা চালায়। হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন বেলাল।
জানা যায়, নগরীর পশ্চিম পীর মহল্লার বাসিন্দা সৈয়দ বেলাল সুরমা পয়েন্ট থেকে সুবিদবাজার যেতে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় আগে থেকে আরো ৪ জন বসা ছিলেন।
অটোরিকশাটি মির্জাজাঙ্গাল পৌছামাত্র পাশের যাত্রী তার কাছে মোবাইল ফোন চান। মোবাইল ফোন বের করতে গেলেই তার পকেটে হাত ঢুকিয়ে টাকা নিয় নেন পাশের যাত্রী। এসময় বাধা দিলে অন্যান্য যাত্রী ও অটোরিকশা চালক মিলে বেলালের মাথায় আঘাত করেন।
এসময় আশাপাশের লোকজন এগিয়ে আসলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বেলাল বলেন, যাত্রীবেশে অটোরিকশাতে ছিনতাইকারীরা ছিলো। অটোরিকশা চালকও এই ছিনতাইকারীদের সহেযাগী। আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান বেলাল।