মে দিবসে মৌলভীবাজার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মাসব্যাপী কর্মসূচি

মহান মে দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মে মাসব্যাপী কর্মসূচি ১ মে মহান মে দিবস পালনের মধ্যে দিয়ে শুরু হবে। ১ মে সকাল ১০ টায় ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির উদ্যোগে মৌলভবাজার পৌর মিলনকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সারা শহরে লাল পতাকার বর্ণাঢ্য র‌্যালী বের হবে। ট্রেড ইউনিয়ন সংঘের কর্মসূচিতে হোটেল শ্রমিক ইউনিয়ন, স’মিল শ্রমিক সংঘ, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক সংঘ স্ব স্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করবে। এছাড়া ১ মে ট্রেড ইউনিয়ন সংঘের বেসিক ইউনিট হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটি কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে এবং স’মিল শ্রমিক সংঘ বড়লেখা উপজেলা কমিটি আলোচনা সভা ও লাল পতাকার র‌্যালী করবে। মাসব্যাপী কর্মসূচিতে আগামী ৯ মে শ্রীমঙ্গল, ১৬ মে সদর উপজেলা, ৩০ মে কুলাউড়ায় স’মিল শ্রমিক সংঘ, ১১ মে চা শ্রমিক সংঘ এবং মে মাসের মধ্যে রিকশা শ্রমিক সংঘ ও হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক কমিটি মে দিবসের আলোচনা সভা করবে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে চৌমুহনাস্থ কার্যালয়ে আয়োজিত সভায় মে দিবসের উল্লেখিত কর্মসূচি গ্রহণ করা হয়। ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, রিক্সা শ্রমিক সংঘের জেলা সভাপতি সোহেল আহমেদ, স’মিল শ্রমিক সংঘের জেলা সভাপতি মোঃ আরজান আলী, কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির অন্যতম নেতা মৃগেন চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা মহান মে দিবস সর্বস্তরের শ্রমিকরা যাতে সর্বাতœকভাবে পালন করতে পারে সেজন্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বিশেষ করে হোটেল-রেস্টুরেন্ট, দোকান প্রতিষ্ঠান, পরিবহন, দর্জি, স’মিল, নির্মাণ,স্বর্ণকার ইত্যাদি শ্রমিকদের স্ববেতন ছুটি প্রদান করার জন্য মালিক ও সকারের প্রতি জোর দাবি জানান।