ফায়ার স্টেশন না থাকায় কানাইঘাটে পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ
বাজারে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা
প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ঃ কানাইঘাট দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি টিনসেডের স্টীল-কাঠের ফার্নিচারের দোকান ও একটি তুলা ধোলাইর কারখানা পুড়ে গিয়ে অনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা অনুমানিক ২ ঘটিকার সময় তোলা ধোলাইর কারখানা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্থের মধ্যে আগুনের লেলিহান শিখা স্টীল ও কাঠের ৩টি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়লে বাজারে আগত শত শত লোকজন, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নতুবা আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হত। অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে কানাইঘাট থানা-পুলিশ পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে ছুটে এসে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা প্রদান করেন। অগ্নিকান্ডে ভষ্মিভূত জাকারিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসবের মালিক জাকারিয়া জানান, মিজানুর রহমানের তুলা ধোলাইর কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাধারণ মানুষের সহযোগীতায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বেশিসংখ্যক মালামাল রক্ষ করতে পেরেছেন। উল্লেখ্য যে, সিলেট শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে অবস্থিত ফায়ার সার্ভিসের টিম কানাইঘাটে আশার আগেই পৌর শহর সহ উপজেলার অন্যন্য হাটবাজারে প্রতিবছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়ে আসছে। এখানকার ব্যবসায়ী সমাজ ও সচেতন মহল কানাইঘাট পৌর শহরে একটি ফায়ার বিগ্রেড স্টেশন স্থাপনের দাবী জানিয়ে আসছিলেন সরকারের কাছে। কয়েকমাস পূর্বে সরকারীভাবে চিঠি পেয়ে স্থানীয় প্রশাসন ফায়ার স্টেশন স্থাপনের জন্য জায়গা অধিগ্রহনের উদ্যোগ নিলেও আমলা তান্ত্রিক জটিলতায় তা লাল ফিতায় বন্ধি রয়েছে ফায়ার স্টেশনের নির্মাণের কার্যক্রম।