বিশ্বকাপে প্রথমবারের মত ভ্যানিশিং স্প্রে

vanishing spray_273সুরমা টাইমস ডেস্কঃ ফ্রি কিকের সময় নির্ধারিত স্থান থেকে ১০গজ দূরত্বে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের দেয়াল সৃষ্টি নিয়ে প্রায় রেফারিকে বিচলিত হতে হয়, এতে ম্যাচের সময়ও নষ্ট হয়। এই অসুবিধাকে দুর করার জন্য এবারই প্রথমবারের মত বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী রেফারীর হাতে দেখা গেছে ভ্যানিশিং স্প্রে যা দিয়ে রেফারী ১০ গজ দূরত্বকে মার্ক করে দিয়েছেন। গতকাল সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচে জাপানীজ রেফারী ইউশি নিশিমুরা এই ¯েপ্র ব্যবহার করেন।
এর আগে এই ধরনের স্প্রে ২০১১ কোপা আমেরিকা, কোপা লিবারটেডোরাস এবং মেজর লীগ সকার এর ম্যাচে ব্যবহৃত হয়েছে। এতে এক ধরনের সাদা রঙের ফোম জাতীয় পদার্থ দিয়ে লাইন এঁকে দেয়া হয়, সময়ের সাথে সাথে যা আবার বিলিন হয়ে যায়। বিপক্ষ দলটিকে এই লাইনের পিছনে তাদের দেয়াল সৃষ্টি করতে হয়।