নবীগঞ্জের আনসার ভিডিপি কর্মকর্তা রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বানিজ্যের অভিযোগ
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তার এ সব অপকর্মের শিকার আনসার সদস্য সদস্য এবং কমান্ডারদের মাঝেও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। ইতিপুর্বে ওই কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে একাধিক অভিযোগ দেয়া হলেও অদৃশ্য কারনে তিনি বার বার পার পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। গেল দুর্গাপুজার সময় অনিয়মের প্রেক্ষিতে তদন্ত করানো হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় বিগত ২৩ মার্চ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ও কমান্ডারদের ডিউটির নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এর ভাগ দেয়া হয়েছে সহযোগী অফিসার এবং জেলা পর্যায়ের কর্তা ব্যক্তিদের।
জানাযায়,উক্ত ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক নবীগঞ্জে যোগদানের পর থেকেই আনসার ভিডিপি অফিসকে দূর্নীতির আখড়ায় পরিনত করেছেন। গেল দূর্গা পুজার সময় প্রায় ৭৪টি পুজা মন্ডবের জন্য ৭৫টি গ্র“প তার পছন্দ মত গঠন করেন ভিডিপি কর্মকর্তা। যার বিনিময়ে গ্র“প প্রতি দেড় হাজার টাকা করে প্রায় সোয়া লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া কাগজ কলমে প্রত্যেক পুজা মন্ডপে কমান্ডার,ডেপুটি কমান্ডারসহ ৮ জন আনসার সদস্যদের ডিউটি করার কথা থাকলে বাস্তবে ছিল ৪/৫ জন। এ বিষয়ে অভিযোগ পেয়ে জেলা থেকে তদন্ত করে সত্যতা পেলেও কোন ব্যবস্থা গ্রহন না করায় কাগজ পত্রের হিসাবে ভুয়া নামে অতিরিক্ত ৩/৪ জনের বেতন পকেটস্থ করেছেন ওই কর্মকর্তা। এতে প্রায় ২/৩ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। অপর দিকে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১১৫ টি ভোট কেন্দ্রের জন্য ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের মনগড়া ভাবে নবীগঞ্জ,বানিয়াচং ও বাহুবল মিলিয়ে ১১৫ টি গ্র“প গঠন করেন। প্রতি গ্র“প থেকে ২ হাজার টাকা করে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও অনেক ভুয়া আনসার সদস্য-সদস্যার নাম ব্যবহার করে আরো অতিরিক্ত কয়েক লক্ষ টাকা কামাই করেছেন। এ ব্যাপারে কথা হয়,আনসার কমান্ডার হাজী ওয়াহিদ উদ্দিন,শাহাদৎ হোসেন,মালেক খান,আব্দুল শহীদ ও আইয়ুম আলীর সাথে। তারা গ্র“প প্রতি ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে টাকা দেয়ার কথা স্বীকার করেছেন। তারা বলেন,আমরা অসহায়। উনা কথা মতো কাজ না করলে আমাদের ডিউটি দিবে না। অভিযোগের বিষয়ে ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে বার বার কল করেও সুইচ অফ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।