নবীগঞ্জে বিয়াম ল্যাবরেটরী স্কুলের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন হবিগঞ্জ বিদায়ী জেলা প্রশাসক

Bian Schoolউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের সন্নিনিকটে ৭০ শতক অকৃষি খাস ভূমির উপর সরকারী অর্থায়নে “বিয়াম ল্যাবরেটরী স্কুল” এর ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। গত বুধবার বিকালে ভিত্তিপ্রস্ত স্থাপন শেষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর পরিচালনায় ও ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য মোঃ আব্দুল বাতেন, বিয়াম ল্যাবরেটারী স্কুলের উদ্যোক্তা প্রফেসর আব্দুল হান্নান, সমাজসেবক মঈনুল আমীন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ডাঃ আজিজুর রহমান, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমেদ, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক লুৎফুর রহমান, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, জাপা নেতা মুরাদ আহমদ, প্রভাষক ফাতেমা মোতালেব, সমাজসেবক শাহ মোস্তাকিন আলী প্রিন্স, মাও. আজাদুর রহমান, ব্যবসায়ী আলাউর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, হাজী সুহুল আমীন, কনর মিয়া, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান, আব্দুল মুকিত, আবু সালেহ জীবন, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, প্রতিদিনের বাণীর প্রতিনিধি সুলতান মাহমুদ, ছাত্রদল নেতা শিহাব আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, উক্ত স্কুলটি এলাকাবাসীর স্বার্থে স্কুল নির্মাণ করা হচ্ছে। এখান থেকে শিার্থীরা লেখা পড়া করে দেশ বিদেশে সুনাম বয়ে আনবে। তাছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুলে অত্র এলাকার যে কেউ টাকা দিয়ে দাতা সদস্য হতে পারবেন। তাছাড়া জেলা প্রশাসক আবেগজড়িত কন্ঠে বলেন আমি আপনাদের ছেড়ে চলে যাচ্ছি।