সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ, গুলি
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়েছে। শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুঁড়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বুধবার বিকেলে আখালিয়া কালিবাড়ি রোড থেকে শিবির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি পাঠানটুলা ও মদিনা মার্কেটের মাঝামাঝি আসার পর পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষ বাধলে পুলিশকে লক্ষ্য করে শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুঁড়ে।
মিছিলে নেতৃত্বদানকারী জেলা উত্তর শিবির নেতা ওবায়দুল হক শাহীন জানান- তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। পুলিশ শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে। এতে তাদের ৫ কর্মী আহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশ সুত্রে জানা যায় মিছিল থেকে শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১২ রাউন্ড গুলি ছুঁড়ে।