৫দফা দাবীতে আবারো স্বোচ্ছার হয়ে উঠছে বিবিয়ানা
নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকায় বিশাল মানববন্ধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকা দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুরে গতকাল মঙ্গলবার সকালে ৫ মৌজার অবহেলিত লোকজন বিবিয়ানা বিদ্যুৎ পাইপ লাইনে ৫ দফা দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। আন্দোলনকারীদের দাবী এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কর্মসংস্থান,শিক্ষাখাতে উন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা ও জমির ন্যায্য মূল্যর দাবীতে উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে শত শত জনতা শতস্ফুর্তভাবে অংশ গ্রহন করে। উক্ত মানববন্ধনটি ৫ মৌজা সমবায় সমিতির আহবানে অনুষ্টিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত সমিতির সভাপতি হাজী আব্দুর রউপ, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, এলাকার বিশিষ্ট মোরব্বি হাজী লাল মিয়া, মোঃ মদই মিয়া, মোঃ এলাইচ মিয়া, হাজী এলাইছ মিয়া, মোঃ আমির উদ্দিন, মোঃ জুয়েল মিয়া, মোঃ লিটন মিয়া, আলমগীর, জুনেদুর রহমান রনি, সেলু মিয়া, আব্দুল জব্বার, ফারুক মিয়া, হারুন মিয়া, সুজন মিয়া, আব্দুল কাসেম, সেলিম আহমদ প্রমূখ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকাবাসী। সেভরন, দ্বীপন গ্যাস কোম্পানী সহ সংশ্লিষ্টরা আমাদের ন্যায্যদাবী গুলো না মেনে শুধুই আশার বানী শুনিয়ে তা পূরণ না করে কালক্ষ্যাপন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর প্রাণের দাবীগুলো মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য ইদানিং বিভিন্ন দাবীদাবা নিয়ে ওই অঞ্চলে একের পর এক আন্দোলন কর্মসূচি জোরদার হয়েছে। মাঝে মধ্যে সংশ্লিষ্টদের তাৎক্ষনিক ভূমিকা পরিলক্ষিত হলেও এর তেমন ফলাফল পাচ্ছেনা জনগণ।