নবীগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ বরণ অনুষ্টিত

1উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ যথাযথ মর্যাদায় নতুন বছর ২০২১ বঙ্গাব্দকে নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নিল সকল শ্রেনী পেশার লোকজন। এ উপলক্ষে নবীগঞ্জে সরকারী বেসরকারী ভাবে নানা অনুষ্টানের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজে ঝাঁকঝঁমক পূর্ণভাবে পহেলা বৈশাখ গত ১৪এপ্রিল সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত বরণ করে নেয় শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ। এর মধ্যে উল্লেখ যোগ্য আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিশাল বৈশাখী মেলা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, নৃত্য, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়। এতে প্রধান অথিতি ছিলেন, হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অথিতি ছিলেন, নবীগঞ্জ উপজেলার জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি সদস্য বদরুল ইসলাম বকুল, সাংবাদিক সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, বুলবুল আহমদ, জাতীয় যুব সংহতি নেতা মির হামজা, মোঃ দিনু অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, অভিভাবক, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো জনতা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশ করেন, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, খালেদ আহমদ, মন্টি ঠাকুর, কামরুল হাসান বাবলু, জুয়েল আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দ সংগীত একাডেমির সভাপতি নাজমূল হক চৌধুরী পলাশ, মাসুদ খান, ছাত্রলীগ নেতা আল অমিন, ফরিদ মিয়া, শাহ আশরাফ আলী, ময়নুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর আলম স্বপন। পহেলা বৈশাখ উপলক্ষে কিশোর- কিশোরী, তরুণ- তরুণীরা, বাঙ্গালীর জাতীয় সাজে সেজেছিল এতে সাজসাজ রব বিরাজ করছিল এলাকায়। স্কুল, কলেজের পাশাপাশী নবীগঞ্জ উপজেলায় মহা সড়ক ও আঞ্চলীক সড়কগুলিতে ট্রাক, বাস ও সিএনজি অটোরিক্রা ভাড়া করে দল বেধেঁ যুবকেরা যানবাহনগুলিতে মাইক, সাউন্ড ব্যবহার করে আনন্দ উল্লাসে যে যার মতো পহেলা বৈশাখ পালন করে।