বৃত্তি হচ্ছে মেধার স্বীকৃতি : শাহজালাল সিটি কলেজে ঢা বি’র প্রোভিসি ড. নাসরিন

nasrin 2ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ বলেছেন, বৃত্তি হচ্ছে মেধার স্বীকৃতি। মেধাবৃত্তির মাধ্যমে একদিকে যেমন শ্রেষ্টত্ব অর্জনের আগ্রহ তৈরি হয় তেমনি অন্যদের মধ্যেও সেরা হওয়ার ইচ্ছে জাগে। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। 

তিনি গতকাল শনিবার শাহজালাল সিটি কলেজে এমএস ফাউন্ডেশন কতৃক বৃত্তি বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আনন্দের সাথে শিক্ষা অর্জন করতে হবে। যারা বিজ্ঞানমনস্ক তারাই কেবল বিজ্ঞান পড়বে, যরা ব্যবসায় সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে ব্যবসায় শাখায় পড়া উচিত। সর্বোপরি তিনি মানবিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এমএস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এনামূল হক সরদারের সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী, বেলাল আহমদ। উপস্থিত ছিলেন প্রভাষক নাছরিন জাহান, মঈনুর রহমান, আবুল হাছান চৌধুরী জাকের, জান্নাতুন ফেরদৌসি, সুজিত দাস, মৃত্যুঞ্জয় দাস, সাবিহা সুলতানা, পৃথ্বীরাজ রায়, জেমিমা রহমান, লুৎফুন নাহার । বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- সাব্বির আহমদ, নিশাত তাসনিম, রোখশানা শারমিন, মাহদী হাসান, ফয়ছল আহমদ, তৌকির আহমদ, হামিদা বেগম তাম্ভি, তারেক আহমদ রিজু, সাইফ আহমদ চৌধূরী। বিজ্ঞপ্তি