ছাতকে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২২

ছাতক থেকে ফকির হাসান: ছাতকের পল্লীতে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২২ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত এক আইসস্ক্রীম বিত্রে“তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি গত শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের দশঘর গ্রামের দক্ষিণের মাঠে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দশঘর-লক্ষিপুরসহ এলাকাবাসীর উদ্যোগে ষাড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। লড়াইয়ে বিভিন্ন এলাকার প্রায় ৬০টি ষাড় প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইন্যাল জুটি সোনার বাংলা দিঘলবাক ও বন্ধু শত্র“ ঝিগলী এ দুটির মধ্যে তুমূল লড়াই চলাকালে দিঘলবাকের লোকজন বন্ধু শত্র“কে অবৈধভাবে লাঠিপেটা দিলে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘন্টাব্যাপি দু’পক্ষের সংঘর্ষে মানিকান্দি গ্রামের নূরুল হক (৫৫), আরজক আলী (২৭), দশঘর গ্রামের জমির আলী (৩২), সাবলু মিয়া (২৫), সুনু মিয়া (৫০), আবদুল হক (৩৫), আলী উদ্দিন (২৪), দিগলবাক গ্রামের মাহবুব (২৫)সহ প্রায় ২২ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে আহত অধিকাংশ লোকজন মধ্যস্থকারি ছিলেন বলে জানা গেছে। এদিকে ষাড়ের হামলায় গুরুতর আহত আইসস্ক্রীম বিত্রে“তার পরিচয় পাওয়া যায়নি।