রাজনগরে শালিস বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে শালিস বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী সুত্রে জানা যায়,বিএনপি সরকার আমলে গবিন্ধপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র রকিব মিয়ার উপর একই গ্রামের মাসুক মিয়া একটি মামলা দায়ের করলে মামলায় সাক্ষী প্রদান করেন উপজেলার ফতেপুর গ্রামের বাবু মরিল।উক্ত মামলার পর অভিযুক্ত রকিব মিয়া লন্ডনে চলে গেলে মামলার রায়ে তার সাজা হয়।দীর্ঘদিন লন্ডন ঘুরে দেশে ফেরত এলে পুলিশ রকিবকে গ্রেপ্তার করে হাজতে পাঠায়।পরে তিনি উচ্চ আদালত করে জামিনে মুক্তি পান।রকিব মিয়া জেল থেকে বের হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হন যে,বাবু মরিলের মিথ্যা সাক্ষ্যর কারনে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়।এ নিয়ে মধ্যেস্থদের শালিষে শনিবার বেলা ১২ টায় ফতেপুর ইউপি অফিসে এক শালিস বৈঠক অনুষ্টিত হয়।শালিসে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাঠাকাঠির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নিলে মুখোমুখি সংঘর্ষে গবিন্ধপুরের আব্দুল কুদ্দুছ(৫৫),আব্দুর রকিব(২৪) সেলিম মিয়া (৪৩) আহত হন।এদিকে বাবু মরিল তার পক্ষের ৭ জন লোক গুরুতর আহত হয়েছে বলে দাবী করেছেন।আহতদের নাম তাৎক্ষণিক জানা না গেলেও তার পক্ষের ৪ জন লোকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।আহতদের রাজনগর ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় উভয়পক্ষ কোন অভিযোগ দাখিল করেনি বলে পুলিশ সুত্র জানিয়েছে।