নাস্তিকদের দোসরদের সঙ্গে বন্ধুত্ব হবে না : বাবুনগরী
সুরমা টাইমস রিপোর্টঃ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকারের কাছে আমরা সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবি জানিয়ে আসছি। আমাদের এ দাবি যারা মানবে না তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। বাবুনগরী বলেন- ইসলামবিদ্বেষী, খোদাবিরোধী, খোদাদ্রোহীদের বিরুদ্ধে আমৃত্যু আন্দোলন চলবে। নাস্তিকদের দোসর, দালালদের সঙ্গে আমাদের কেয়ামত পর্যন্ত কোনো বন্ধুত্ব হবে না।
শনিবার নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানের শানে রেসালত সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে, সম্মেলনের প্রথম দিন হেফাজতের আমির আল্লামা শফী শুক্রবার বলেন- সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব রয়েছে।
বাবুনগরী বলেন, আমরা ইসলামের কথা বলবো, নবীর মর্যাদার কথা বলবো। তাতে ইসলামপ্রিয় মানুষের ভালো লাগবে। আর ইসলামবিরোধী কারও গায়ে জ্বালা ধরলে আমাদের কিছু করার নেই। হেফাজতে ইসলামের নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা শফী।