নবীগঞ্জে এক প্রধান শিক্ষক বহিস্কার

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রীদের প্রধান শিক্ষক কর্তৃক মারপিটের ঘটনার প্রেক্ষিতে ওই শিক্ষককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। বুহস্পতিবার সকালে স্কুল 
প্রাঙ্গনে জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের ঘোষিত মানব বন্ধন কমূসূচী স্থগিত করা হয়েছে। জানাযায়, সোমবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক ইংরেজী ক্লাশ নেয়ার জন্য দশম শ্রেণী কক্ষে যান। শিক্ষার্থীদের নিকট ইংরেজী মেইন বই তলব করেন। বই না থাকায় শিক্ষার্থী নাজমিন আক্তার,ফাহিমা বেগম,সোমা বেগম ও আলিফা বেগমকে বেত্রাঘাত করেন। আহত ছাত্রীদের হাসপাতালে চিকিrসা দেয়া হয়। এনিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চালন হয়েছে। তাrক্ষনিক ভাবে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেন। সমঝোতার একাধিক উদ্যোগ ব্যর্থ হয়। শিক্ষার্থীদের তরফ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানব বন্ধন কর্মসূচী ঘোষনা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে কর্মসূচী সফল করতে শিক্ষার্থীরা সমবেত হতে থাকেন স্কুল প্রাঙ্গনে। এক ch©v‡q ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ কিছু সময় চেয়ে নেন। পরে অনুষ্টিত জরুরী সভায় ওই প্রধান শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত নেয়ার ঘোষনা দিলে কর্মসূচী স্থগিত করা হয়|