গোলাপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ : গুলিবিদ্ধ ১০

lakhai Fightগোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন- হাজী আসব আলী (৫০), নাইম উদ্দিন (৫০)।-বাকিদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিকে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল লকুস সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগিরঘাট গ্রামের বাসিন্দা হাজী আসব আলীর ৫২ শতক জমি একই গ্রামের বাসিন্দা আলতাব হোসেন আসুর দখল করে নেন। এ নিয়ে পূর্বে দু’পক্ষের মধ্যে একাধিকবার বৈঠক হয়। কিন্তু তাদের মধ্যে কোন সমঝোতা হয়নি। বরং আসু জোর করে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেন।
তাই আজ মঙ্গলবার সকাল ১১টায় আসাব আলী কয়েক মুরব্বী নিয়ে জমি উদ্ধার করতে গেলে আসুর চাচাতো ভাই মাখন মিয়ার নেতৃত্বে প্রতিপক্ষের উপর গুলিবর্ষন শুরু করেন। এ সময় আসব আলী, নাইম উদ্দিনসহ ১০ জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান লকুস মেম্বার। তবে গোলাপগঞ্জ থানার ওসির সাথে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেনি।