সিলেটে পদাতিক ডিভিশনের অধিকৃত ভূমির মূল্য পুনঃনির্ধারন ও বৃদ্ধি দাবি অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি
সিলেটে পদাতিক ডিভিশনের জন্য অধিকৃত ভূমির মূল্য পুনঃনির্ধারন ও বৃদ্ধির দাবি জানানা হয়েছে। রোববার অর্থমন্ত্রী বরাবরে ৩১জনের স্বাক্ষরে দেয়া এক স্মারকলিপিতে ভুমির মালিকসহ এলাকাবাসী এ দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, পদাতিক ডিভিশনের জন্য সিলেট সদর উপজেলার হাজিরাই এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আদমপুর ও হাতিমনগর মৌজার প্রায় ১হাজার ৪৮৫ একর ভুমি অধিগ্রহন করা হয়। পরবর্তীতে এল এ কেস নং-০১/২০১৩-১৪ এর মাধ্যমে ২০১৩ সনের বাজারদর হিসেবে ভুমির মূল্য নির্ধারন করা হয়েছে। কিন্তু বর্তমানে ওই এলাকা ঢাকা-তামাবিল বাইপাস ও বিভিন্ন হাউজিং প্রকল্প এলাকায় হওয়ায় ভুমির মূল্য অধিকহারে বৃদ্ধি পেয়েছে। চলতি ২০১৪সনে সাবরেিিষ্ট্র অফিসের মূল্য তালিকা অনুযায়ী শ্রেণীভেদে উল্লেখিত তিন মৌজার ভুমির প্রতি শতকের সর্বনিম্ম মূল্য ৩১হাজার থেকে ২লাখ টাকা ছাড়িয়ে গেছে। তাই সরকারীভাবে পূর্বনির্ধারিত মূল্য দেয়া হলে ভুমির মালিক দখলকারগন আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হবেন। স্মারকলিপিতে অধিগ্রহনকৃত ভুমির মূল্য বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে পুনঃনির্র্ধারনে অর্থমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের বাঘা ইউপি চেয়ারম্যান কবির আহমেদ, শাহ ডেভেলপার লিঃ এর পরিচালক হাফিজ মজির উদ্দিন (এনআরবি), আব্দুল বাসিত (এনআরবি), মাহতাব উদ্দিতন (এনআরবি), তজম্মুল ইসলাম চৌধুরী (এনআরবি), প্রতিষ্টানের পরিচালক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, হাফিজুর রহমান খান, ম্যানেজার রাহুল সরকার,রূপসী বাংলা প্রাঃ লিঃ এর পরিচালক এমএ মান্নান, নর্থইষ্ট হোম প্রাঃ লিঃ এর এমডি খলিলুর রহমান চৌধুরী সুজন প্রমূখ। বিজ্ঞপ্তি