অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি সংখ্যালঘু কিশোরী

শরীয়তপুরের নড়িয়ার তেলিপাড়া গ্রামে অপহরণের ১০দিনেও উদ্ধার হয়নি সংখ্যালঘু কিশোরী সুবর্ণা দাস (১৬)। গত ২৮ মার্চ স্থানীয় বখাটে যুবক রাসেল হাওলাদার তাকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত কিশোরী তেলিপাড়া গ্রামের সুরঞ্জিত দাসের মেয়ে। সে এ বছর তেলিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ  তেলিপাড়া খেলার মাঠের পাশ থেকে কিশোরীকে তুলে নেয় একই গ্রামের হযরত আলীর ছেলে রাসেল । অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় প্রথমে মামলা করতে বাদা সৃষ্টি করে । অবশেষে ২ দিন পর নড়িয়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন কিশোরীর পিতা সুরঞ্জিত দাস। মামলা নং ২১।- তারিখ ৩০/০৩/২০১৪ইং । মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফরিদুজ্জামান জানান, অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। এদিকে ১০দিনেও কিশোরী সুবর্ণা দাস উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ও এনজিও সংস্থা হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস এইচআরসিবিএম’র বিশেষ প্রতিনিধি রাকেশ রায়। বিবৃতিতে তিনি বলেন, জোর পূর্ব অপহরণ ও ধর্মান্তরিত করণের ক্ষেত্রে বিশ্বের ৮৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এটি শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে অপহৃতাকে উদ্ধার অপহরণকারীদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।  বিজ্ঞপ্তি