সিলেট কারাগারে গোয়েন্দা কারারক্ষী
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট কেন্দ্রীয় কারাগারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নতুন গোয়েন্দা কারারক্ষী নিয়োগ করা হয়েছে। গোয়েন্দাদের মাধ্যমে কারাভ্যন্তরে ও কারাগারের বাইরের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করে বন্দীদের সেবার পাশাপাশি কারাগারকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখতেই কর্তৃপক্ষ এ পরিবর্তন এনেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। নতুন গোয়েন্দাদের নিয়োগের পর পূর্বের গোয়েন্দাদেরকে তাদের আগের কর্মস্থলে ফিরিয়ে নেয়া হয়েছে।
জানা গেছে, বন্দীদের কারাবিধি সম্পর্কে সচেতন করাসহ কারা কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা রক্ষায় সর্বপ্রকার তথ্য সরবরাহ করা, বন্দীর নিরাপত্তা ও সেবায় জাতীয় ও আর্ন্তজাতিক আইনসমূহের বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখার দায়িত্বে থাকবে নতুন গোয়েন্দারা।এছাড়া কারাভ্যন্তরে বা কারা সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তায় যে কোন প্রকার বিঘ্ন সৃষ্টি হলে তা রোধ, কারাভ্যন্তরে কোন প্রকার বিদ্রোহের আশংকা প্রতিহত করা, বন্দীদের নিরাপত্তা প্রদান সুদৃঢ় রাখা, বন্দীদের সঙ্গে কারারক্ষীসহ যে কোন মেট রাইটার কর্তৃক কোন প্রকার নির্যাতন বা দুর্ব্যবহার করা হয় কি না তা পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে কারা নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দাদের।