এবার গণজাগরণ কর্মীদের উপর পুলিশের হামলা : পালিয়ে বাঁচলেন ইমরান
সুরমা টাইমস রিপোর্টঃ ছাত্রলীগ-যুবলীগের হামলার পরের দিন পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মী। তবে এসময় পালিয়ে রক্ষা পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শাহবাগে গণজাগরণ মঞ্চের ইমরান নেতৃত্বাধীন গ্রুপ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গ্রুপের কর্মীরা একই স্থানে সমাবেশ ডাকায় দুপুর থেকে শাহবাগ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বিকালে দুই পক্ষ সমাবেশ করতে আসলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে অবস্থান করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে জাগরণ মঞ্চের কয়েকজন কর্মী আহত হন। পরে তারা প্রতিবাদ মিছিল নিয়ে শাহবাগ থেকে আজিজ সুপার মার্কেটের দিকে যান। এরপর তারা আবার শাহবাগের দিকে ফিরে আসেন। এ সময় মঞ্চের কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং কর্মীদের আটক করতে থাকে।
পরে অবস্থা বেগতিত দেখে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এসময় উত্তেজনা চলাকালে উভয়পক্ষের অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।