কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান ফয়জুল ইসলামের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

Pic cকানাইঘাট প্রতিনিধিঃ  কানাইঘাট ৪নং সাঁতবাক ইউপির চেয়ারম্যান ফয়জুল ইসলামের অনিয়ম স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে পরিষদের ৭ ও ৮নং ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের ২ মহিলা সদস্যার উদ্যোগে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে গতকাল শুক্রবার বিকেল ৪টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বি মৌলভী হাজী আবু শহিদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা ফরহাদ আহমদ ও খছরুজ্জামানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতবাঁক নাগরিক কমিটির সদস্য সচিব আশিকুর রহমান বুলবুল। বক্তব্য রাখেন, পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মাওঃ আবুল হারিছ নোমানী ৮নং ওয়ার্ডের সদস্য শফিকুর রহমান, ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, সাবেক মেম্বার মঈন উদ্দিন, সাবেক মেম্বার আব্দুন নুর, শিব্বির আহমদ, মঈন উদ্দিন, হাজী আলা উদ্দিন, হাজী আখদ্দুছ আলী, হাজী মতিউর রহমান, মৌলভী নিজাম উদ্দিন, সেবুল আহমদ, আতাউর রহমান, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য হাসনা বেগম, ৯নং ওয়ার্ডের সাবানা বেগম প্রমুখ। প্রতিবাদ সভায় ইউপি সদস্য হারিছ নোমানী পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে বলেন, ইউপি সদস্যদের কোন পরামর্শ গ্রহণ না করে তিনি এক গুয়েমিভাবে পরিষদ চালাচ্ছেন। ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন চেয়ারম্যান ফয়জুল ইসলাম। ইউপি সদস্যরা তাদের প্রাপ্ত নাগরিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে চেয়ারম্যান ফয়জুল ইসলাম তার এসব কর্মকান্ড বন্ধ না করলে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।