কানাইঘাটের কাংখিত উন্নয়নে সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে

উপজেলা মাসিক সমন্বয় সভায় নির্বাচিত চেয়ারম্যান আশিক চৌধুরী

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ঃ কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর বলেছেন, উপজেলাবাসী তাঁকে পুনরায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন এলাকার উন্নয়ন ও তাদের খেদমত করার জন্য। আমি সততার মাধ্যমে দলমতের উর্ধ্বে উঠে সেই দায়িত্ব পালন করতে চাই। এজন্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকলের সহযোগীতা প্রয়োজন। কানাইঘাটের কাংখিত উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় মাসিক সমন্বয় কমিটির সভায় ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকান্ড সচ্ছতার সহিত দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় আশিক চৌধুরী পুণরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সরকারী কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দ। এছাড়া একই দিনে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীসহ কমিটির সকল সদস্যবৃন্দ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে থানার ওসি (তদন্ত) বজলার রহমান জানান। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে গত বুধবার স্কুল শিক্ষিকা অঞ্জনা ভট্টাচার্য তার কর্মস্থলে যাওয়ার পথে পথরোধ করে স্বর্ণের কানের দোল ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত হারিছ উদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবী জানন কমিটির সকল সদস্য।