শেওলাযুক্ত ড্রিকিং ওয়াটার পান করে থানার ৪ পুলিশ অসুস্থ
কানাইঘাট প্রতিনিধিঃ বিএসটিআইর অনুমোদন বিহীন কানাইঘাট বরাক ড্রিকিং ওয়াটারের বোতলজাত শেওলাযুক্ত পানি খেয়ে কানাইঘাট থানার এক এ.এস.আইসহ ৩ পুলিশ কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছেন। জানা যায়, গতবুধবার রাতের খাবার সময় এ কোম্পানীর ২০লিটার প্লাস্টিকের জারের বোতলজাত পানি খেয়ে থানার এ.এস.আই ওয়াহিদ, পুলিশ কনস্টেবল খলিল, রাজীব সরকার, নিরঞ্জন দাস অসুস্থ হয়ে পড়েন। তারা সবাই ডায়রিয়ায় আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরীক্ষা করে দেখা যায় বোতলজাত পানির মধ্যে শেওয়ালযুক্ত ময়লা রয়েছে। উল্লেখ্য যে, গত বছর বিএসটিআইর অনুমোদন না নিয়ে বোতলজাত পানি বিক্রি করায় বরাক ড্রিকিং ওয়াটারের মালিককে ১০হাজার টাকা জরিমানা করে কোম্পানী সিনগালা করে দেন ভ্রাম্যমান আদালত।