তিন বীর মুক্তিযোদ্বাকে সম্বর্ধনা দিল রোটারী ক্লাব অব সিলেট কিনব্রীজ
একাত্তরের রণাঙ্গগনের তিন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে রোটারী ক্লাব অব সিলেট কিন ব্রীজ। গত ৩১ মার্চ রাতে নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ক্যাফটরিয়ায় অনুষ্টিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল ওয়াদুদ আল মামুন। মুক্তিযোদ্ধা সম্বর্ধনা কমিটির চেয়ারম্যান রোটারিয়ান তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্টিত এই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জজ কোর্টেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি রোটারিয়ান কমরেড এম এ মালেক। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কমরেড এম এ মালেক বলেন, স্বাধীন বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পেলেই আমরা নিজেদের গর্বিত মনে করি। কেননা মুক্তিযুদ্বের লক্ষ্যই ছিল সুখী সমৃদ্ব সোনার বাংলা গড়া। অনষ্টানে সম্বর্ধিত তিন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আলা উদ্দিন, মন্তাজ আলী ও সুলেমান আলী মুক্তিযুদ্ধে তাদের অবদানের স্মৃতিচারন করেন।
রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত এই অনুষ্টানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান একেএম শামসুল ইসলাম দীপু, রোটারিয়ান বদরুল আলম চোধুরী, রোটারিয়ান আব্দুস সালাম, রোটারিয়ান মুজিবুর রহমান, রোটারিয়ান শাহিদা তালুকদার, রোটারিয়ান শেখ রামিম আহমদ, রোটারিয়ান আশরাফ খান পারভেজ, রোটারিয়ান রফিকুল ইসলাম,্রোটারিয়ান মোঃ মুমিন, রোটারিয়ান তৈয়ব খান লামিম, রোটারিয়ান শাহিন আহমেদ এবং রোটারিয়ান সাংবাদিক রাজু আহমেদ। বিজ্ঞপ্তি