আঙুলে নাট আটকে লঙ্কাকাণ্ড (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ চীনা এক বালক তার আঙুলে একটি নাট আটকে ফেলেছিল। এরপর নানাভাবে সেই নাট থেকে আঙুল বের করতে না পেরে লঙ্কাকাণ্ড ঘটে যায়। এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে মেইল অনলাইন।
নাট নিয়ে খেলতে গিয়ে এক পর্যায়ে বালক এর ভেতর তার আঙুল ঢুকিয়ে ফেলে। ফলে এটি আঙুলে আটকে যায়। এরপর শুরু হয় এ ঝামেলা থেকে তাকে মুক্ত করার নানা প্রচেষ্টা। এতে প্রায় ৯০ মিনিট ধরে নানা কষ্টকর পর্যায় পার হতে হয় বালকটিকে। বালকের আঙুলে আটকে যাওয়া নাটটি খুলতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর নানাভাবে চেষ্টা চলতে থাকে সেখান থেকে তাকে মুক্ত করার।
প্রথম সাবান ও তেল দিয়ে আঙুল থেকে নাটটি বের করার চেষ্টা করা হয়। কিন্তু তার আঙুল ফুলে যাওয়ায় তাতে সফল হয় না তারা। ফলে লোহা কাটার যন্ত্র দিয়ে তারা নাটটি কাটার চেষ্টা করে। ফায়ারম্যানরা ছয়টি ভিন্ন পদ্ধতিতে নাটটি তার আঙুল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। ৯০ মিনিট চেষ্টা করার পর এক পর্যায়ে তারা নাটটি কেটে ফেলতে সমর্থ হয়।