মোহনা টিভিতে দেখবেন ধারাবাহিক নাটক “ভাঙ্গাতরী”
সুরমা টাইমস বিনোদনঃ মোহনা টিভিতে দেখবেন ধারাবাহিক নাটক ভাঙ্গাতরী। মোহনা টিভিতে নাটকটি প্রচারিত হয় প্রতি মঙ্গল,বুধবার রাত ১১.১৫ মিনিটে। নাটকটি মুলত সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের ঘটনা নিয়ে নির্মিত। নাটকটি রচনা করেছেন অধ্যাপক জাকির হোসেন। নাটকটি পরিচালনা করেছেন শাহীন মাহমুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনঃÑ শাহেদ শরিফ,মৌসুমী বিশ্বাস,ফজলুল রহমান বাবু,আবুল হায়াত,অরুনা বিশ্বাস,দীপা খন্দকার,ওয়াহিদা মল্লিক জলি,মাসুম আজিজ,ফখরুল হাসান বৈরাগী,প্রান রায়,হুমায়রা হিমু,মুক্তি, আলিশা প্রধান,শিশির,হৃদি,জিল্লুর রহমান আরো অনেকেই। নাটকটির সূচনা সঙ্গীতে কন্ঠ দিয়েছেন কিশোর পলাশ। আবহ সঙ্গীত রচনা করেছেন ওহী ক্রিয়েশনস। নাটকটি মোহনা টিভিতে দেখবেন আজ বুধবার রাত ১১.১৫ মি.।- চোখ রাখুন মোহনার পর্দায়।