কুকুরের গায়ে বাংলাদেশের জাতীয় পতাকা
সুরমা টাইমস রিপোর্টঃ জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কুকুরের একটি ছবি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার ধানমন্ডির একটি আর্ট গ্যালারিতে এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পীযুষ বন্ধোপাধ্যায়ের স্ত্রী জয়শ্রীকে জাতীয় পতাকায় একটি কুকুরকে ঝড়িয়ে এভাবেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।
ফেসবুক সূত্রে জানা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা একটি কুকুরের গায়ে জড়িয়ে তিনি ছবিতে পোজ দিয়েছেন। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। তীব্র ক্ষোভ সৃষ্টি হয় সাধারণদের মাঝেও। অনেককেই ফেসবুকে লিখতে দেখা যায়- ‘আর কি করলে জাতীয় পতাকার অবমাননা হবে?’
কেউ কেউ আবার জাতীয় পতাকার এমন অবমাননানর জন্য পীযুষ বন্ধোপাধ্যায়ের স্ত্রী জয়শ্রীর বিচার দাবি করেন। কেউবা সমগ্র জাতির কাছে জয়শ্রীকে ক্ষমা চাইতে বলেন।
এ বিষয়ে জানতে এফডিসির এমডি পীযুষ বন্ধোপাধ্যায়ের মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।